শিরোনাম :
আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার
রফিকুল ইসলাম রানা (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৪:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ২৯০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার (১৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে লুট হওয়া গোলাবারুদ গুলো উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজারের শিবপুর এলাকার মোঃ সিফাতের (২২) বাড়ি থেকে আড়াইহাজার থানার লুট হওয়া গোলাবারুদ গুলো উদ্ধার করেন তারা।
এসময় ১৪টি শর্ট গানের বুলেট, একটি শর্টগান ব্যারেল, একটি পুলিশ সানগ্লাস ও একটি পুলিশ রিফেক্টর (লাইট)- উদ্ধার করে সেনাবাহিনী। পরবর্তীতে উদ্ধারকৃত গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন তারা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।