কেরানীগঞ্জে স্টার বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার
- আপলোড সময় : ০৮:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৯৫ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার গদাবাগ এলাকায় অবস্থিত নিউ স্টার বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির হচ্ছে। আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য বস্তার উপর ফেলে রাখা হচ্ছে, এবং সেগুলোর উপর মাছি বসে আছে। কর্মচারীরা হ্যান্ড গ্লাভস ছাড়াই খাবার ধরছেন, এবং অনেক খাবার তৈরির সময় তাদের শরীরের সংস্পর্শে আসছে, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক।
কেরানীগঞ্জের নিউ স্টার বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন কথা বললে বেকারির মালিক রাজন সাংবাদিকের সাথে দুর্ব্যবহার ও হুমকি প্রধান করেন।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় এলাকাবাসী ও ভোক্তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা খাদ্য উৎপাদনস্থলের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।কেরানীগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি), মনিসা রানী কর্মকার বলেন, কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে কোনো কারখানা পরিচালনা করতে দেওয়া হবে না। অস্বাস্থ্যকর পরিবেশে কেউ যদি কারখানা পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।