অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ দুলাল কর্তৃক নোয়াখালীর সেনবাগে ত্রাণের উপহার সামগ্রী বিতরণ
- আপলোড সময় : ১১:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ৩২৩ বার পড়া হয়েছে
অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ দুলাল নোয়াখালীর সেনবাগ উপজেলার জামালপুর গ্রামে বন্যাক্রান্ত মানুষের মাঝে মানবিক সহায়তায় ত্রাণের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর ) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের জামালপুরস্হ বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে ডলার এ ডে, অস্ট্রেলিয়ার অর্থায়নে ও আর্স বাংলাদেশ যশোর এর বাস্তবায়নে ৩টি টিউবওয়েল, ২টি সেলাই মেশিন, ৪টি ঘর মেরামত, ১টি ঘর নির্মাণ সহ বন্যাক্রান্ত মানুষের মাঝে মানবিক সহায়তায় ৩’শ প্যাকেট ত্রাণের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বন্যাক্রান্ত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, সাংবাদিক এমএ আউয়াল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান, যশোর জেলার আর্স বাংলাদেশ এর চেয়ারম্যান শামসুল আলম।
এসময় উপস্হিত ছিলেন, বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি আবদুল আজিজ, আমেরিকা প্রবাসী শরীফ উদ্দিন হারুন, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ মনিরুল ইসলাম, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, বন্যাক্রান্ত অত্র এলাকার জনগণ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।