নোয়াখালীতে ১ হাজার ৪০০টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- আপলোড সময় : ০৪:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ৩২১ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে ১ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ আবদুল হক (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)।
সোমবার (১৪ অক্টোবর ) সকালে তার বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো.আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আবদুল হক বারগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের ইউসুফ ব্যাপারী বাড়ির মৃত আলী মিয়ার ছেলে। তিনি তার বসতঘরে ইয়াবা রেখে বেচাকেনা করতেন বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সহকারী পরিচালক মো.আবদুল হামিদ বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে আবদুল হকের বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে ১ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। আবদুল হকের নামে নতুন আরেকটি মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।