দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে : গয়েশ্বর চন্দ্র
- আপলোড সময় : ০৪:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৩১৭ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে।জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। সংস্কারের নামে অযৌক্তিক কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে মধ্যে নির্বাচন দিন।জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মাঠে আছি। আজ বুধবার সকাল ১০ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর ৭নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যের এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৭ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র গণ-আন্দোলনে স্বৈরশাসনের কবল থেকে মুক্তিলাভ করেছি।
তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির সহ-সভাপতি ডা: মোশারফ হোসেন, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা,দক্ষিণ কেরানীগঞ্জ
থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশফাক আহম্মেদ মানিক, তেঘরিয়া ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুব আলম কাজল , বিএনপির নেতা রায়হান মিয়া, ৭নংওয়ার্ড বিএনপি সভাপতি নাজিম, সহ থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।