ভালোবাসি তোমায়, হে বাংলাদেশ!
- আপলোড সময় : ০৯:০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ২২৪ বার পড়া হয়েছে
“ভালোবাসি তোমায়, হে বাংলাদেশ”
– মুমিনুল ইসলাম আযহারি
— —– ——-
ভালোবাসি তোমায়, হে বাংলাদেশ!
তোমার আকাশ, তোমার বাতাস,
তোমার মাটির প্রতিটি ঘ্রাণ,
আমার হৃদয়ে বাঁধা চিরকাল।
আজ বিজয়ের গৌরবময় দিনে,
তোমার শহীদ সন্তানদের জন্য—
বিনম্র শ্রদ্ধা, অশ্রুভরা ভালোবাসা,
যাঁদের রক্তে লাল হয়েছে তোমার সবুজ পতাকা।
তবে আজও বুক ভরে ওঠে ঘৃণায়,
স্মরণ করি ৭১-এর নির্মম অধ্যায়।
নির্বিচারে যারা করেছিল গণহত্যা,
পাক হানাদার বাহিনীর সেই নৃশংস চিত্র।
আর ঘৃণা জমা রাখি তাদের জন্য,
যারা ২৪-এর গণহত্যায় মিশিয়েছে রক্তের দাগ।
স্বৈরাচারী হাত, লুটেছে স্বপ্ন,
পিষে ফেলেছে মানুষের মুক্তির আকাঙ্ক্ষা।
তবু হে বাংলাদেশ,
তোমার প্রতি আমাদের প্রেম অমর,
তুমি জীবনের আলো, স্বপ্নের দীপ্তি।
তোমার বিজয় দিবস আমাদের পরিচয়,
তোমার মুক্ত আকাশে উড়ে যায় স্বাধীনতার গান।
তোমার জন্যই আমরা বেঁচে আছি,
ভালোবাসি তোমায়, হে বাংলাদেশ!
—– —-
তারিখ: ১৬ই ডিসেম্বর ২০২৪,
সারুলিয়া, ডেমরা, ঢাকা