রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি’র আয়োজনে বিজয় দিবস উদযাপিত ও দুই নেতাকে সংবর্ধনা
- আপলোড সময় : ০৫:৪৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ১১০৪ বার পড়া হয়েছে
সৌদিআরব লক্ষ্মীপুর জেলা বিএনপি’র আয়োজনে বিজয় দিবস ও লক্ষ্মীপুরের বিএনপির দুই নেতাকে বাথা ডি-প্যালেস হোটেলে সংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজিত অনুষ্ঠান সৌদিআরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চাঁন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সৌদিআরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন।
সংবর্ধিত প্রধান অতিথি ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু বলেন আগামী নির্বাচনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে অতিদ্রুত
নির্বাচনের প্রস্তুতি ও ফ্যাসিবাদী সরকারকে বিচারের আওতায় আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান।
সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৌদিআরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারী।
আগত অতিথিদের মানপত্র পঠনে সিক্ত করেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল আজিজ।
উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফারুক হোসেন, আনোয়ার হোসেন , শাখাওয়াত হোসেন আরমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী লক্ষ্মীপুর জেলার নেতাকর্মী উপস্থিত থাকায় আগত অতিথিরা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে বেগম জিয়ার সুস্থতা ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে উদাত্ত আহ্বান জানান।