পটুয়াখালীর অপহৃত ইউপি চেয়ারম্যান কেরানীগঞ্জে উদ্ধার, আটক ৫
- আপলোড সময় : ০৯:০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ৫৬৮ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া থেকে ডিবি পরিচয়ে অপহরণের দুদিন পর পটুয়াখালীর মৌকরন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিম (৪৫) কে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে কেরানীগঞ্জের দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশ্ববর্তী অবস্থিত দোলেনার বিল্ডিংয়ের ২য় তলার একটি কক্ষ থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মোহাম্মদ ফরহাদ (৩৪), তৌফিক রাহাত (২০), রিপন মাহমুদ নয়ন (২৭), মো. আমির হোসেন (৬৫) ও মোহাম্মদ দিদার (২৫)। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী হতে গ্রীন লাইন পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্য রওনা দেন। বাসটি ভোরে কেরানীগঞ্জে ইকুরিয়া বিআরটিএ সামনে এসে পৌছালো ডিবি পুলিশ পরিচয়ে বাসে উঠে বাসের ড্রাইভার, হেলপার, অন্যান্য যাত্রীদের ভয় দেখিয়ে তাকে বাস থেকে নামিয়ে প্রাইভেটকারে করে নিয়ে যায়। অপহরণকারীদের একজন তার স্ত্রীকে ফোন দিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। ভিকটিবের স্ত্রী অপহরণের বিষয়টি ডিবি পুলিশকে অবহিত করলে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের সনাক্ত করে কেরানীগঞ্জের ইকুরিয়া থেকে অপহৃত পটুয়াখালী জেলার মৌকরণ ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মিজানুর রহমান আরও বলেন, রাইসুলকে আটকে রাখা অপহরণকারী চক্রের এক সদস্যকে ওই বাড়ি থেকে আটক করা হয়। পরে তাঁর তথ্যের ভিত্তিতে অপহরণের সঙ্গে জড়িত আরও চারজনকে আটক করা হয়। অপহরণকারীরা রাইসুলের পরিবারের কাছে কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এবং অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ নিয়েছিলেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অপহরণের মামলার প্রস্তুতি চলছে।
এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, কেরানীগঞ্জের ইকুরিয়া থেকে ডিবি পরিচয়ে অপহরণের দুদিন পর পটুয়াখালীর মৌকরন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। এঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।