ডেমরায় ৬৭ নং ওয়ার্ড বিএনপির ২নং ইউনিয়ন কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপলোড সময় : ০২:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ২৭১ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় ৬৭ নং ওয়ার্ড ২নং ইউনিট কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) ডেমরার পূর্ব বক্সনগর এলাকার ইকরা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ডেমরা থানা ৬৭ নং ওয়ার্ড ২নং ইউনিট কমিটির সভাপতি আমান উল্লাহ্ আমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিট ভিত্তিক কর্মীসভা ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য আব্দুল হাই পল্লব।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ডেমরা থানা বিএনপির আহবায়ক প্রার্থী এস, এম রেজা চৌধুরী সেলিম। আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি প্রদান করেন।
৬৭ নং ওয়ার্ডের সভাপতি হাজী জয়নাল আবেদিন ইউনিটভিত্তিক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের দলের মূল শক্তি। দল এবং নেতাকর্মীদের প্রতি মানুষের যে আস্থা ও ভালোবাসা, তা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়। তাই আসুন, আমরা রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব আরও আন্তরিকতার সঙ্গে পালন করি। জনগণের পাশে দাঁড়াই।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৬৭ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক দুলার মেম্বার,
৬৭ নং নাম্বার ওয়ার্ড এর যুগ্ম সম্পাদক অধ্যাপক শামীম, ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা, ডেমরা থানা ছাত্রদল সদস্য সচিব শাওন, ৬৭ নং ওয়ার্ডের যুবদলের সদস্য সচিব বাবু, জাকির, আল আমিন, তারেক, জাহাঙ্গীর, লিটন সহ আরও উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ সকলের জন্য দোয়া করা হয়।