ডেমরায় মেয়ের জামাইকে কুপিয়ে জখম করলো শ্বশুর: গ্রেফতার ১

- আপলোড সময় : ০৪:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় মো. সজল (৩২) নামে আপন মেয়ের জামাইকে কুপিয়ে জখম করেছে তার শ্বশুর মো. আবু বকর সিদ্দিক (৬০)। এ সময় সজলের মামাতো ভাই মো. ইমরান ভূঁইয়া (৩০) আক্রমনের শিকার হন। এ ঘটনায় জামাই সজলের গলায় দায়ের কোপ না লাগলেও ডান হাতে গুরুতর রক্তাক্ত জখম হয়। এতে সজলের হাতে ৩০ টি সিলি দিতে হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১ টায় ডেমরা থানায় আবু বকর সিদ্দিক, তার স্ত্রী মাহমুদা বেগম(৫২) ও ছেলে আনাস মাহমুদকে (২৪) আসামি করে মামলা করেন ভূক্তভোগী। ওই রাতেই পুলিশ আবু বকর সিদ্দিককে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠালে বিকালেই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার বিকালে ডেমরার মালা মার্কেট সংলগ্ন নরাইবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলার বাদি সূত্রে জানা যায়, গত ১২ বছর আগে নারায়ণগঞ্জ রূপগঞ্জের রূপশি-কাহিনা এলাকার আবুল হোসেনের ছেলে সজলের সঙ্গে বিয়ে হয় সুমাইয়ার (৩০) সঙ্গে। পরকীয়ার কারণে গত ৪ মাস আগে ২ সন্তানদের নিয়ে অন্যত্র চলে যান সুমাইয়া। এদিকে স্ত্রী ও সন্তানদের খোঁজ না পেয়ে সজল রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে স্ত্রী তাদের সন্তানদের নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদ পেয়ে, গত ১৭ মার্চ সজল ও তার মা শ্বশুরবাড়ি থেকে ছেলে আবু হুজাইফা আহিয়ান (৮) কে নিয়ে আসেন। এরপর মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে স্ত্রী ফোন করে মেয়েকে নিয়ে আসতে বলেন। বিকেলে মামাতো ভাই ইমরান ভূঁইয়াকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে গেলে বিবাদীরা রামদা ও ছুরি দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কালেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ডেমরা থানা ওসি মাহমুদুর রহমান বলেন, শ্বশুরকে বুধবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।