উত্তরায় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

- আপলোড সময় : ০১:০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ৩১২ বার পড়া হয়েছে
রনি মজুমদার, ঢাকা
রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা।
গ্রেফতারকৃতরা হলো— মোঃ সুমন মিয়া ওরফে রাব্বি (৩০), মাহমুদুল হাসান মিয়া ওরফে মীর হোসাইন মীরু (২৮), আমির হোসেন (২২) ও রুবেল মিয়া (২৩)। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়, যা ডাকাতির কাজে ব্যবহারের জন্য সঙ্গে রাখা হয়েছিল বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে উত্তরা পশ্চিম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তরা ১০ নম্বর সেক্টরের আব্দুল্লাহপুর তাসিন সিএনজি স্টেশনের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের উপর একদল দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
সংবাদ পাওয়ার পরপরই উত্তরা পশ্চিম থানার একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রাথমিক স্বীকারোক্তি ও আইনি ব্যবস্থা
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।