সিদ্ধিরগঞ্জে হিফজুল কোরআন ও কোরআন তেলওয়াত প্রতিযোগিতা
- আপলোড সময় : ০৯:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ৩১১ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে হিফজুল কোরআন ও কোরআন তেলওয়াত প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকাস্থ গ্রীন গার্ডেন রেষ্টুরেন্টে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহানের আয়োজনে এ প্রতিযোগিতার চুরান্ত পর্ব পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই এই মাসটি অনেক সম্মানের। আর মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণেই এই মানুষের কাছে এই কোরআন নাজিল হয়েছে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর কাছে কোরআন নাজিল হয়েছেন বলেই তিনি সর্বশ্রেষ্ঠ হয়েছেন। এই কোরআন যে পাঠ করবে, যে শুনবে আর যে তা পালন করবে সেও শ্রেষ্ঠ হবে। তাই আমরা কোরআনের সঙ্গে থাকব, কোরআন পাঠ করব। ছাত্রদলের এ আয়োজন সত্যিই প্রশংসনীয় এবং বিরল।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ, কুতুবপুর ১নং ওয়ার্ড যুবদল সভাপতি জামান মোল্লা, জেলা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি মো: সোহেল, ১নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: লিটন, ১নং ওয়ার্ড যুবদলের সি: যুগ্ম সম্পাদক আল আমিন, মো: যুবদল নেতা ইউসুফ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা এনাম, মো: নয়ন, আবির, মো: মুসা, নাসিক ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা রনি, তোলারাম কলেজ ছাত্রদল নেতা কামরুল হাসান, আরিয়ান ও ৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা রাব্বীসহ প্রমূখ।