৬,০০০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক চোরাকারবারি আটক

- আপলোড সময় : ০৪:৪৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৩০৩ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক চোরাকারবারি আটক হয়েছে।
মাদকবিরোধী বিশেষ অভিযান
২১ মার্চ ২০২৫, সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাজীপুরের উপপরিচালক জনাব মোঃ এমদাদুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক জনাব শাহীন মাহমুদ-এর নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আলেয়া বেগম (৪৫), স্বামী মিজানুর রহমান, সাং গোপীনাথপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া-কে গ্রেফতার করা হয়।
আইনি ব্যবস্থা
গ্রেফতারের পর পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক নির্মূল করতে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না।
সূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর।