কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ, সদস্য সচিব সামিউল্লাহ
- আপলোড সময় : ০২:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / ৬০৫ বার পড়া হয়েছে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জর তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে খোরশেদ আলম জমিদারকে আহ্বায়ক ও সামিউল্লাহকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২০ মার্চ) দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর স্বাক্ষরিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজ মিয়া, যুগ্ম আহ্বায়ক বুলু মেম্বার, জুয়েল মোল্লা, মাসুদ আলম স্বাধীন, আউয়াল ভূইয়া, শরীফ মেম্বার, আক্তার হোসেন, সোহবার হোসেন, পাভেল মোল্লা, ১নং সদস্য সেলিম মোল্লাসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।উক্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তেঘরিয়া ইউনিয়ন অন্তর্গত ৯ টি ওয়ার্ড বিএনপির কমিটির গঠনের নির্দেশ দেওয়া হয়।
নবনির্বাচিত কমিটির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের নির্দেশনায় তেঘরিয়া ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।