সিদ্ধিরগঞ্জে ৩ দিন ধরে নিখোঁজ অটোরিকশা চালক কাসেম
- আপলোড সময় : ১২:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ৫৯৯ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জে কাজের উদ্দেশ্যে বের হয়ে মো: কাসেম (৩৫) নামের এক অটোরিকশা চালক ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ যুবক মো: কাসেম সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার মো: লেহাজ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় নিখোঁজ যুবকের সন্ধান পেতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি দায়ের করেছেন তার বোন।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রতিদিনের মতো সকাল ৭টায় নিজ বাসা মিজমিজি দক্ষিণ পাড়া এলাকা থেকে কাজের উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয় কাসেম। প্রতিদিন দুপুরে কাজ শেষে বাসায় ফিরলেও সেদিন আর বাসায় ফিরে আসেননি তিনি। পরে দুপুর গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত পার হলেও কাসেম বাসায় ফেরেনি। এর মধ্যে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ কাসেমের মুঠোফোনে এখন পর্যন্ত একাধিকবার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা যায়, জিডির সূত্র ধরে নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।