ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকর সিদ্দিক
- আপলোড সময় : ০১:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ৩৭৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়া জেলা সাংবাদিক ফোরাম, ঢাকা-এর ২০২৫-২০২৭ দিবার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট দৈনিক সময়ের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব আবু বকর সিদ্দিক।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সক্রিয় থেকে জনস্বার্থ, ন্যায়বিচার এবং সমাজের রন্দ্রে-রন্দ্রে লুকিয়ে থাকা অসংগতি নিয়ে লেখালেখি করে গণমাধ্যম অঙ্গনে সুপরিচিত হয়ে উঠেছেন। সাংবাদিকতা পেশায় তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা,সংবাদ প্রকাশে নিরপেক্ষ অবস্থান এবং সাংগঠনিক দক্ষতা তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সর্বসম্মতভাবে নির্বাচিত করেছে।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে জনাব আবুবকর সিদ্দিক সাহেব কে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফোরামের সদস্যদের মতে, এই সিদ্ধান্ত সংগঠনের ঐক্য, দৃঢ়তা এবং ভবিষ্যৎ পথচলায় একটি ইতিবাচক ভুমিকা পালন করবে।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জনাব আবু বকর সিদ্দিক বলেন, “আমি কুষ্টিয়া জেলা সাংবাদিক ফোরাম সহ সাংবাদিক সহযোদ্ধা, সহকর্মী ও আমার সকল শুভান্য দায়ীদের কাছে চির কৃতজ্ঞ তারা আমার ওপর আস্থা রেখেছেন আমাকে ভালবেসেছেন।তিনি বলেন আসলে এই ফোরামের নির্বাচনি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে আমি বুঝতেই পারতাম না আমার প্রতি তাদের এত অফুরন্ত ভালোবাসা রয়েছে। এই নির্বাচনে অংশগ্রহণ ও বিজয়ের মাধ্যমে কুষ্টিয়া জেলা সাংবাদিক ফোরামের প্রতি আমার মমতা, ভালোবাসা,দায়িত্ব ও কর্তব্য বেড়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন আমি যেনো সকলের সাথে মিলে মিশে এবং সবাইকে সাথে নিয়ে এই ফোরামকে আরও সক্রিয়, গতিশীল ও পেশাদার সাংবাদিকতার মডেল হিসেবে গড়ে তুলতে পারি। সাংবাদিকদের অধিকার সুরক্ষা এবং কুষ্টিয়া জেলা সাংবাদিক ফোরাম সহ সর্বস্তরের সাংবাদিকদের স্বার্থে কাজ করাই এখন আমার অঙ্গীকার।
সাংবাদিক ফোরামের সকল নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা বলেন ফোরামের নবনির্বাচিত সভাপতি জনাব আবু বকর সিদ্দিক ভাইয়ের প্রতি বিশ্বাস রেখে বলতে পারি আমরা নেতা নির্বাচন করতে ভুল করিনি আমরা আশা করি আগামী দিনগুলোতে জনাব আবুবকর সিদ্দিক ভাইয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা,চলমান কর্মদক্ষতা, বিচক্ষণতা পুর্ণ দূরদর্শী নেতৃত্বে ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, ন্যায্যতা ও অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।