সৈয়দ হারুন ফাউন্ডেশন মরহুম দুলাল পুত্রের লেখাপড়ার দায়িত্ব নিলেন
- আপলোড সময় : ০৯:৫৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ৩৯৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সভাপতি মরহুম শামসুল হুদা দুলালের শোক সভায় মরহুম দুলালের ছেলের লেখাপড়া সহ যাবতীয় দায়িত্ব পালনের ঘোষণা দেন সৈয়দ হারুন ফাউন্ডেশন।
বৃহস্পতিবার ( ৮ মে ) নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সভাপতি মরহুম শামসুল হুদা দুলালের শোক সভা বিকেলে সিলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।
এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুম দুলালের ছেলের লেখাপড়া সহ যাবতীয় দায়িত্ব পালনের ঘোষণা দেয়া হয়। মানবিক সমাজসেবক, শিল্পপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন সৈয়দ হারুন এর মানবিক মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।