ভাড়া বাসায় গাঁজার গুদাম, কলাবাগানে পুলিশের অভিযানে ৪০ কেজি উদ্ধার

- আপলোড সময় : ১২:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ২৭৬ বার পড়া হয়েছে
রাজধানীর কলাবাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা। এ সময় এক যুবককে গ্রেফতার করা হলেও তার দুই সহযোগী পালিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, ১৫৩/১ ফ্রি স্কুল স্ট্রিটের একটি ভবনের দ্বিতীয় তলায় রাত ৫টা ১০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ইনস্পেক্টর (নিঃ) রফিকুল ইসলাম। তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উক্ত বাসায় কিছু ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ২ নম্বর ও ৩ নম্বর আসামী বাইরে থেকে তালা লাগিয়ে ১ নম্বর আসামী রকি এলেক্স কাল্লুকে ভেতরে রেখেই পালিয়ে যায়। সাক্ষীদের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে ঢুকে রকিকে গ্রেফতার করা হয়।
রকির দেখানো মতে পাশের রুম থেকে চারটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ২০টি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, প্রতিটি প্যাকেটের ওজন ২ কেজি করে, মোট ৪০ কেজি। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা।
এছাড়াও ২ নম্বর আসামী মোঃ আকাশের জাতীয় পরিচয়পত্র, ৩ নম্বর আসামী তমালিকা আক্তার উর্মির জন্ম নিবন্ধন সনদ ও দু’জনের মধ্যে বিবাহের হলফনামা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রকি স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক আসামী মোঃ আকাশ একজন চিহ্নিত অপরাধী, যার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে।
কলাবাগান থানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই ধরপাকড় পরিচালিত হয় এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।