ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসসিসি’র বিরুদ্ধে ডেমরায় এলাকাবাসীর প্রতিবাদ সভা ও মানববন্ধন

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৮:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / ২৭৯ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় বিধি বহির্ভুতভাবে জমি অধিগ্রহণ ছাড়া রাস্তা সম্প্রসারণ কাজ শুরুর প্রতিবাদে ডিএসসিসি’র বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার বিকালে ডিএসসিসির ৭০ নং ওয়ার্ডের মস্তমাঝি-ঠুলঠুলিয়া সড়কের দুর্গাপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই সড়কের দুই পাশে জমি ও বাড়ির মালিকরা এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করেন। এ সময় মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফুর রহমান হাসান, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম সহ এলাকার জমির মালিকবৃন্দ।

মানবন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ডিএসসিসি ডেমরা-রামপুরা সড়ক সংলগ্ন মস্তমাঝি থেকে ঠুলঠুলিয়া ব্রিজ পর্যন্ত ১.৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরনের কাজ শুরু করেছে জমি অধিগ্রহণ ছাড়াই। আর বিধি বহির্ভুতভাবে ডিএসসিসি বিনা নোটিশে সড়কের দুই পাশের গাছপালা ও বাড়ি ঘরের বাউন্ডারি বেড়া উচ্ছেদ শুরু করেছে। এতে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং খুবই আতঙ্কের মধ্যে জীবন যাপন করছি।

বক্তারা আরো বলেন, সড়ক প্রশস্ত করনের ব্যাপারে আমরা জমির মালিকগণ এ পর্যন্ত কোন লিখিত নোটিশ বা নির্দেশনা পাইনি। তাই আমরা এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সড়কের দুই পাশে থাকা বাড়িঘর ও জমি অধিগ্রহণ করে জমির মালিকদের পাওনা টাকা বুঝিয়ে দিয়ে সড়ক প্রশস্তকরনের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ডিএসসিসির অঞ্চল-৬ আঞ্চলিক কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো.পারভেজ রানা বলেন, রাস্তাটি রাজউকের নকশা অনুযায়ী সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থাসহ ৪০ ফিট প্রশস্ত করে পরিকল্পিতভাবে করা হচ্ছে। আর এ রাস্তার দু’পাশে ১৮টি স্থাপনা রয়েছে। বাড়ি রয়েছে ১৩ টি, এগুলোর মধ্যে ৭ জন বাড়ির মালিক ইতিমধ্যে আমাদের সঙ্গে সমন্বয় করেছে। বাকিরাও ডিএসসিসির সঙ্গে একমত প্রকাশ করেছে। আর যারা মানববন্ধন করেছে তারা কেউ রাস্তার পাশের জমির মালিক নন। অনেকেই ঠিকাদারের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য মানববন্ধন করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডিএসসিসি’র বিরুদ্ধে ডেমরায় এলাকাবাসীর প্রতিবাদ সভা ও মানববন্ধন

আপলোড সময় : ০৮:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

রাজধানীর ডেমরায় বিধি বহির্ভুতভাবে জমি অধিগ্রহণ ছাড়া রাস্তা সম্প্রসারণ কাজ শুরুর প্রতিবাদে ডিএসসিসি’র বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার বিকালে ডিএসসিসির ৭০ নং ওয়ার্ডের মস্তমাঝি-ঠুলঠুলিয়া সড়কের দুর্গাপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই সড়কের দুই পাশে জমি ও বাড়ির মালিকরা এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করেন। এ সময় মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফুর রহমান হাসান, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম সহ এলাকার জমির মালিকবৃন্দ।

মানবন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ডিএসসিসি ডেমরা-রামপুরা সড়ক সংলগ্ন মস্তমাঝি থেকে ঠুলঠুলিয়া ব্রিজ পর্যন্ত ১.৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরনের কাজ শুরু করেছে জমি অধিগ্রহণ ছাড়াই। আর বিধি বহির্ভুতভাবে ডিএসসিসি বিনা নোটিশে সড়কের দুই পাশের গাছপালা ও বাড়ি ঘরের বাউন্ডারি বেড়া উচ্ছেদ শুরু করেছে। এতে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং খুবই আতঙ্কের মধ্যে জীবন যাপন করছি।

বক্তারা আরো বলেন, সড়ক প্রশস্ত করনের ব্যাপারে আমরা জমির মালিকগণ এ পর্যন্ত কোন লিখিত নোটিশ বা নির্দেশনা পাইনি। তাই আমরা এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সড়কের দুই পাশে থাকা বাড়িঘর ও জমি অধিগ্রহণ করে জমির মালিকদের পাওনা টাকা বুঝিয়ে দিয়ে সড়ক প্রশস্তকরনের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ডিএসসিসির অঞ্চল-৬ আঞ্চলিক কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো.পারভেজ রানা বলেন, রাস্তাটি রাজউকের নকশা অনুযায়ী সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থাসহ ৪০ ফিট প্রশস্ত করে পরিকল্পিতভাবে করা হচ্ছে। আর এ রাস্তার দু’পাশে ১৮টি স্থাপনা রয়েছে। বাড়ি রয়েছে ১৩ টি, এগুলোর মধ্যে ৭ জন বাড়ির মালিক ইতিমধ্যে আমাদের সঙ্গে সমন্বয় করেছে। বাকিরাও ডিএসসিসির সঙ্গে একমত প্রকাশ করেছে। আর যারা মানববন্ধন করেছে তারা কেউ রাস্তার পাশের জমির মালিক নন। অনেকেই ঠিকাদারের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য মানববন্ধন করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন