রিয়াদে সৌদি-বাংলা বিজনেস ও ইনভেস্টর ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ১০:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ২৭৪ বার পড়া হয়েছে
সৌদি আরবের রিয়াদের বাথা ফোর পয়েন্ট হোটেল শেরাটনে সৌদি-বাংলাদেশ বিজনেস ও ইনভেস্টর ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সৌদি বাংলাদেশ বিজনেস ইনভেস্টর ফোরামের সভাপতি
আবদুর রহমানের সভাপতিত্বে – ফোরামের সাধারণ সম্পাদক মো: আইয়ুব ও সানসিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এর যৌথ সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মো মাহবুবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
জেদ্দা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি
ইনভেস্টর মোঃ রেজাউল করিম টিপু , সৌদি বাংলা বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপদেষ্টা মিল্লাত হোসেন, ইনভেস্টর শামীম আল আমিন সহ
বিনিয়োগকারী , বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসা করে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে আরো বেশি অবদান রাখার অঙ্গীকার করেন এবং সৌদি আরবে প্রবাসীদের নিজ নামে ব্যবসা পরিচালনার সুযোগ দেয়ার জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান।
প্রবাসের মাটিতে বাংলাদেশিদের কর্মসংস্থান যেমন সৃষ্টি হবে, গড়ে উঠবে নতুন প্রতিষ্ঠান।
সেই জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ব্যবসায়ীরা।
প্রবাসীর মাটিতে যত বেশি নতুন উদ্যোক্তা তৈরি হবে ততবেশি প্রতিষ্ঠান গড়ে উঠবে,এতে করে দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে ।