নোয়াখালীর সেনবাগে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
- আপলোড সময় : ১১:১৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / ২৭৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর ২০২৪-২৫ অর্থ বছরে সেনবাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (০২ জুন ) সকাল ১০টা থেকে দিন ব্যাপী নোয়াখালীর সেনবাগে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস কর্মশালা সেনবাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও সেনবাগ পৌর প্রশাসক মো: জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, উপ- সহকারী কৃষি অফিসার মিজানুর রহমান। সেনবাগ উপজেলা উপ- সহকারী কৃষি অফিসার মো: কামরুজ্জামান এর কোরআন তেলওয়াতে মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেঁটে পার্টনার কংগ্রেস কর্মশালা এর শুভ উদ্বোধন করেন ও পরে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক ড. মীরা রানী দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পার্টনার প্রোগ্রাম চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার আবু কাউছার মো: সরোয়ার, সেনবাগ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তারিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন, সেনবাগ উপজেলা কৃষি অফিসার মো: রেজাউল করিম। আরও বক্তব্য দেন, সেনবাগ উপজেলা সমবায় অফিসার অরুণ চন্দ্র মজুমদার, আহাম্মদপুর পার্টনার ফিল্ড স্কুল ( পিএফএস-পুষ্টি ) এর সভাপতি বিবি আয়েশা, পরিকোর্ট পার্টনার ফিল্ড স্কুল ( পিএফএস) এর সেক্রেটারী ইউছুফ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: খুরশীদ আলম বাবুল, সেনবাগ উপজেলা আইসিটি অফিসার মো: ফারুক হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ, পার্টনার ফিল্ড স্কুলের ( পিএফএস) কৃষক সদস্যবৃন্দ, কৃষিবিদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।