ঈদ উল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ
- আপলোড সময় : ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / ৪৬৩ বার পড়া হয়েছে
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশবাসী সহ সেনবাগের সর্বস্তরের জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশন ও সৈয়দ রুহুল আমিন একাডেমীর প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এমজেএফ ।
তিনি বলেন, “ঈদ উল আযহা আমাদের শিক্ষা দেয় ত্যাগ, সহানুভূতি ও আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের। পবিত্র আল কুরআনে ইরশাদ হয়েছে : ‘অতএব, তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ আদায় করো ও কোরবানি দাও।’ (সূরা কাওসার, আয়াত ২)। হযরত ইব্রাহিম (আ.)-এর মতো আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু ত্যাগ করার মানসিকতা গড়ে তোলাই ঈদ উল আযহা’র মূল শিক্ষা। ঈদ যেন হয় আত্মশুদ্ধি, দরিদ্রের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতির প্রতীক। কুরআনে আরো বলা হয়েছে: ‘আল্লাহর কাছে পশুর গোশত ও রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া।’ (সূরা হজ্জ, আয়াত ৩৭)। এই তাকওয়া ও ত্যাগের শিক্ষা নিয়েই আমরা যেন ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিকতা প্রতিষ্ঠা করি।”
লায়ন সৈয়দ হারুন দেশবাসীর জন্য শান্তি, সমৃদ্ধি ও ঈদের আনন্দ ছড়িয়ে পড়ার দোয়া করেন এবং বলেন, “আসুন, আমরা ঈদ উল আযহা’র প্রকৃত শিক্ষা ধারণ করে একটি সাম্যভিত্তিক ন্যায়পরায়ণ সমাজ গঠনে কাজ করি। মানবতার কল্যাণে নিজকে বিলিয়ে দেই, ঈদ মোবারক।