কেরানীগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০১:১৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ৩৫৬ বার পড়া হয়েছে
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য নিয়ে কৃষিকে আরো নিরাপদ ফসল উৎপাদনমুখী করতে কেরানীগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কেরানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ ( ২৬ জুন ) বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পার্টনার কংগ্রেস কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা, মহুয়া শারমিন মুনমুনের সভাপতিত্বে, পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক,ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী এ সময় তিনি বলেন, এই কংগ্রেসের প্রধান উদ্দেশ্য ছিল কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত পুষ্টি ব্যবস্থাপনা এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির ধারণা ছড়িয়ে দেওয়া। এর মাধ্যমে কৃষিকে লাভজনক বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং দেশের সামগ্রিক খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: শফিকুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার, সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা,অতিরিক্ত উপ-পরিচালক ( উদ্যান ), সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা, মো: আরিফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক ( শস্য ), সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা, নাজিয়াত আহমেদ প্রমুখ।