সেনবাগে ইয়াং হেল্প হিউম্যান বিডি’র খাল পরিষ্কার কর্মসূচী ২০২৫
- আপলোড সময় : ০৬:৪২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে
নোযাখালীর সেনবাগে ইয়াং হেল্প হিউম্যান বিডি’র খাল পরিষ্কার কর্মসূচী ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৯ জুলাই ) সকাল ১১টার দিকে নোয়াখালীর সেনবাগে ইয়াং হেল্প হিউম্যান বিডি টিম – সেনবাগের শেখ সুফী খাল সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের পেছন থেকে রাস্তার মাথার যাওয়া খাল (যতদুর সম্ভব) পরিষ্কার করে পানির প্রবাহ ঠিক রাখার জন্যে সুন্দর একটি কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে প্রাথমিক পদক্ষেপের শামিল হলেন, ইয়াং হেল্প হিউম্যান বিডি টিমের স্বেচ্ছাসেবকগণ।
খাল পরিষ্কার কর্মসূচী ২০২৫ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এসময় হেল্প হিউম্যান বিডি টিমের স্বেচ্ছাসেবকগণ সেনবাগের শেখ সুফী খাল সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের পেছন থেকে ময়লা আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার কর্মসূচিতে পল্লী বিদ্যুত অফিস পর্যন্ত খাল পরিষ্কার করেছে। খাল পরিষ্কার কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন, ইয়াং হেল্প হিউম্যান বিডি টিম এর স্বেচ্ছাসেবকগণ।
স্হানীয় এলাকাবাসী ইয়াং হেল্প হিউম্যান বিডি টিমের স্বেচ্ছাসেবকগণকে সাধুবাদ এবং সকলের সুস্বাস্থ্য, শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন।