ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডেমরায় মোবাইল চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবকের মৃত্যু

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৭:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ৫৫১ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরার শাপলা চত্বরে একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২৫ বছর।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. কাকন মিয়া জানান, ‘‘দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করি। স্থানীয়দের বরাতে জানতে পারি, সে শাপলা চত্বরের একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরি করতে গিয়েছিল বলে সন্দেহ করা হয়। পরে জনতা তাকে গণপিটুনি দেয়।’’

তিনি আরও বলেন, ‘‘আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তা শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় মোবাইল চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবকের মৃত্যু

আপলোড সময় : ০৭:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

রাজধানীর ডেমরার শাপলা চত্বরে একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২৫ বছর।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. কাকন মিয়া জানান, ‘‘দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করি। স্থানীয়দের বরাতে জানতে পারি, সে শাপলা চত্বরের একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরি করতে গিয়েছিল বলে সন্দেহ করা হয়। পরে জনতা তাকে গণপিটুনি দেয়।’’

তিনি আরও বলেন, ‘‘আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তা শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন