জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিদ্ধিরগঞ্জে বিএনপির বিজয় র্যালী
- আপলোড সময় : ১২:৫৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিজয় র্যালী করেছে নাসিক ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেল ৩ টায় নাসিক ২ নং ওয়ার্ড কান্দাপাড়া এলাকা থেকে একটি বিশাল মিছিল নিয়ে সিদ্ধিরগঞ্জ পুলে গিয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিলে যোগদান করে। নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্তুলের সঞ্চালনায় মিছিলে আরো উপস্থিত ছিলেন, নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন, সহ-সভাপতি রাজা মিয়া, সহ-সাধারণ সম্পাদক মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুতাহের মুন্সিসহ বিএনপি নেতা নূরুদ্দিন নূরু, হাবুল, রাব্বি, জিনি, ওমি, তানজিল ও ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র নেতা শাকের আহম্মেদসহ ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।