ডেমরায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে যুবদলের বৃক্ষরোপন কর্মসূচি

- আপলোড সময় : ১২:৫৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৩৫৪ বার পড়া হয়েছে
গাছ বাঁচলে মানুষ বাঁচবে— এই মূলমন্ত্র ধারণ করে সবুজায়ন আন্দোলনের গুরুত্ব তুলে ধরেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ঢাকা -৫ আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নবী উল্লাহ নবী। শনিবার রাজধানীর ডেমরায় এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী একজন মানুষ। তিনি সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখতেন।
০৯ ই আগষ্ট (শনিবার) দুপুরে ডিএসসিসির ৬৯ নং ওয়ার্ড যুবদল জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
জুলাই শহীদদের স্মরণে ডেমরা থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জনাব ডা. এম. রফিকুল ইসলাম এর নেতৃত্বে ১০০০ ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপনের কর্মসূচি গ্রহণ করেছে। ডেমরা থানা অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক ভাবে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচিতে নবী উল্লাহ নবী আরও বলেন, জিয়াউর রহমানের সেই স্বপ্ন ও আদর্শকে সামনে রেখে আমরা তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে সবুজায়ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। বন উজাড়, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের এই সময়ে গাছ লাগানো শুধু সামাজিক দায়িত্বই নয়, এটি বেঁচে থাকার পূর্বশর্ত।কর্মসূচি শেষে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
ডা.এম রফিকুল ইসলাম বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করা অতীব জরুরি , জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা জরুরি বলে জানান ড.এম রফিক।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৬৯ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব জনাব হামিদুল্লাহ সুমন এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান এবং ডেমরা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. এম. রফিকুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড যুবদলের আহবায়ক ও সদস্য সচিব সহ ৬৯ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, ৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গরীবুল্লাহ, সাধারণ সম্পাদক নোমান বেপারী, সিনিয়র সহ-সভাপতি আলমগীর সাউদ, ৬৮ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন, ৬৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক দুলাল ভুইয়া, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ রানা, ডেমরা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহারাজ সাগর ছাড়াও ডেমরা থানা বিএনপি, ৬৯ নং ওয়ার্ড যুবদল, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশ আন্দোলনের কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।