নোয়াখালীর সেনবাগে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত
- আপলোড সময় : ১১:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ৩০৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন করেছে জয়নুল আবেদিন ফারুক সমর্থিত নেতাকর্মীরা।
শুক্রবার ( ১৫ আগস্ট ) সারা দেশের ন্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি’র কার্যালয়ে সাবেক বিরোধী দলীয় চিফ-হুইপ ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের নির্দেশে বেগম খালেদা জিয়ার ৮০-তম জন্মবার্ষিকী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত জন্মবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, মোঃ শহিদ উল্লাহ, ফারুক বাবুল, হুমায়ুন কবির হুমু, সাহেব উদ্দিন রাসেল, যুবদল নেতা সুলতান সালাউদ্দিন লিটন, পৌর শ্রমিক দলের আহবায়ক মোকাররম হোসেন প্রমুখ।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের সেনবাগ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জন্মবার্ষিকী অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনা করা হয়।