ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কবি প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের এর “প্রবাহ” কবিতা বইয়ের শরৎকাল বিষয়ে কবিতা

মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)
মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)
  • আপলোড সময় : ০৪:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ৩০০ বার পড়া হয়েছে

” শরৎ স্নিগ্ধতা ”
– প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের।
————————————————–
শরৎ এর শিশির ভেজা মেঠো পথে
জীবনের অনেক সময় আছে মিশে ,
জ্যোৎস্নার আলোয় ঝিঝির ডাকে
মাঝে মাঝে আনমনে শিউরে উঠে।
স্বপ্নময়ী হৃদয় জাগা হাত ছানিতে
হারিয়ে যাওয়া আলোকোজ্জ্বল রজনীতে,
দেখেছি সেই অবাক চোখে
অপরূপ এক মহী ছলে।
তোমার তরে জীবন ভরে
ভাবনার অনন্ত গহিনে,
আজি পুলকিত শিশিরসিক্ত
হৃদয়ের আবেগময় অশ্রুসিক্ত।
দেখার ছলে অবিকল মিলে
তবুও সব স্বপ্নিল জালে ,
মিলেমিশে একাকার ভোরে
শান্ত স্নিগ্ধ পৃথিবী সূর্য উদয়ে।।
—— —— ——

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কবি প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের এর “প্রবাহ” কবিতা বইয়ের শরৎকাল বিষয়ে কবিতা

আপলোড সময় : ০৪:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

” শরৎ স্নিগ্ধতা ”
– প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের।
————————————————–
শরৎ এর শিশির ভেজা মেঠো পথে
জীবনের অনেক সময় আছে মিশে ,
জ্যোৎস্নার আলোয় ঝিঝির ডাকে
মাঝে মাঝে আনমনে শিউরে উঠে।
স্বপ্নময়ী হৃদয় জাগা হাত ছানিতে
হারিয়ে যাওয়া আলোকোজ্জ্বল রজনীতে,
দেখেছি সেই অবাক চোখে
অপরূপ এক মহী ছলে।
তোমার তরে জীবন ভরে
ভাবনার অনন্ত গহিনে,
আজি পুলকিত শিশিরসিক্ত
হৃদয়ের আবেগময় অশ্রুসিক্ত।
দেখার ছলে অবিকল মিলে
তবুও সব স্বপ্নিল জালে ,
মিলেমিশে একাকার ভোরে
শান্ত স্নিগ্ধ পৃথিবী সূর্য উদয়ে।।
—— —— ——

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন