চালাক চক্রের কৌশল ভেস্তে দিল ডিএনসি, তোয়ালের ভেতরে কেটামিন!”*

- আপলোড সময় : ০২:১২:০০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭৭ বার পড়া হয়েছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) এক বিশেষ অভিযানে টঙ্গী এলাকা থেকে কেমিক্যাল ইমপ্রেগনেশন পদ্ধতিতে ভেজানো *৬.৪৪ কেজি কেটামিন* উদ্ধার করেছে। আন্তর্জাতিক চক্রের অংশ এই চমকপ্রদ চালানটি তোয়ালের ভেতরে কৌশলে ভিজিয়ে পাচারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে ডিএনসি।
অভিযানটি পরিচালনায় সরাসরি নেতৃত্ব দেন *ডিএনসি’র মহাপরিচালক জনাব হাসান মারুফ*। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল অভিযান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন *অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) জনাব বদরুল* ও *জনাব খুরশিদ আলম*। গোটা অভিযানে সমন্বয় ও নজরদারি করেন *উপ-পরিচালক মানজারুল* ও *মেহেদী হাসান*।
ডিএনসি সূত্র জানায়, গাজীপুরের একটি কুরিয়ার পার্সেলে তোয়ালের মধ্যে ভিজিয়ে এই কেটামিন পাঠানো হচ্ছিল। রাসায়নিক পরীক্ষায় ধরা পড়ে যে, ওই তোয়ালেতে উচ্চমাত্রার *কেটামিন* রয়েছে, যা সচরাচর পশু অজ্ঞান করতে ব্যবহৃত হলেও বর্তমানে মাদক হিসেবে বিশ্বব্যাপী চোরাচালান হচ্ছে।
অভিযানে গ্রেপ্তার করা হয় দুইজনকে—*মাসুদুর রহমান জিলানী (২৮)*, চাঁদপুর জেলার মতলব উত্তর থানা এলাকার বাসিন্দা এবং *আশিকুর রহমান খোকা (৪০)*, ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ডেটা, মোবাইল ফোন এবং পাচারের তথ্য উদ্ধার করা হয়েছে।