বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কবিরহাট শাখার সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৯:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রোববার ( ৫ অক্টোবর ) সকাল ১০টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে আনিসুল হক নবারুণ একাডেমীতে এক জমকালো সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আনিসুল হক নবারুণ একাডেমীর প্রধান শিক্ষক মো: আবদুর রহিম এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃহত্তর নোয়াখালী আঞ্চলিক শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক শাখার উপদেষ্টা মো: খায়রুল বাশার এবং সাবেক শিক্ষা সচিব মো: জাকের হোসেন।
এছাড়া কবিরহাট উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, পরিচালক ও উপজেলা শাখার সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, “শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বৃত্তি পরীক্ষা গ্রহণসহ শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী ও বাস্তবমুখী করার জন্য সুনির্দিষ্ট কর্মপরি কল্পনা প্রণয়ন করা জরুরি।”
সাধারণ সভায় অংশগ্রহণকারীরা একমত হয়ে এসোসিয়েশনের ভিত্তি সুদৃঢ় করার জন্য সদস্য অন্তর্ভুক্তি সহ ভবিষ্যৎ প্রজন্মকে গুণগত শিক্ষা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।