ডিএসসিসির ৬০-৬১ নং ওয়ার্ডকে ঢাকা-৫ থেকে ঢাকা-৪ আসন অন্তর্ভুক্ত করার প্রতিবাদ

- আপলোড সময় : ০৫:১৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ২২১ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ড দু’টো ঢাকা-৫ (১৭৮) আসন অন্তর্ভুক্ত পূর্বের সীমানায় বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ওই দুই ওয়ার্ড নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে সোমবার (৬—অক্টোবর) বেলা ১১ টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেছেন ৬০ ও ৬১ নং ওয়ার্ডের সচেতন নাগরিক সমাজের সংগঠন, সুশীল সমাজ, ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও তরুণ প্রজন্মসহ এলাকার সর্বস্তরের মানুষ। এ সময় মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ডিএসসিসির ৪৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব বাদল সরদার।
মানববন্ধনে উপস্থিত বক্তারা জোরালোভাবে দাবি জানান যে, ৬০ ও ৬১ নং ওয়ার্ড ঢাকা—০৫ আসনের অংশ হিসেবেই (ডেমরা,যাত্রাবাড়ী ও কদমতলী একাংশ) রাখতে হবে। ইতোপূর্বে বিগত ৪টি জাতীয় সংসদ নির্বাচন ৬০, ৬১ ও ৬৫ নং ওয়ার্ডকে ঢাকা-৫ আসনের অধীনে রেখেই অনুষ্ঠিত হয়েছে যা শুরু থেকেই এ ধারাবাহিকতা বজায় রয়েছে। আর ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের জনগণ পূর্ব থেকেই নিজেদের রাজনৈতিক পরিচয়কে ঢাকা-০৫ এর অংশ হিসেবে জেনে আসছে। এখানকার উন্নয়ন প্রকল্পগুলো (রাস্তা, স্কুল, বাজার ও স্বাস্থ্যকেন্দ্র) ইতোমধ্যেই ঢাকা-০৫ আসনকে কেন্দ্র করেই বাস্তবায়িত হচ্ছে। তাই এ দুটি ওয়ার্ডকে অন্য আসনে যুক্ত করা হলে সমন্বয়হীনতা দেখা দেবে, জনগণ বিভ্রান্ত হবেন এবং গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হবে। আর ওয়ার্ড দু’টি ঐতিহাসিক, প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিকভাবে ঢাকা—৫ আসনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এক্ষেত্রে গ্যাজেট অনুযায়ী বিধি মোতাবেক যাচাই-বাছাই ও পরিদর্শনসহ সংশ্লিষ্ট হিসাব-নিকাশ শেষে এ সিদ্ধান্ত নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ডিএসসিসির ৪৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. মুসলেউদ্দিন, সাধারণ সম্পাদক বাদল, ৪৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর, ৫০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাকিল আহমেদ মোল্লা, বিশিষ্ট সমাজসেবক এ কে এম আলমগীর কবির ও ৬৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মামুন আহমেদ খান সহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ