প্রয়াত হাসিবের প্রতিশ্রুতি রক্ষায় ছাত্রদল নেতার উদ্যেগ
- আপলোড সময় : ০১:১৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ২৩৬ বার পড়া হয়েছে
আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ দিনটি উপলক্ষে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর উদ্যোগ নিয়েছিলেন শাখা ছাত্রদলের সদ্য প্রয়াত যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান।
তবে হাসিবুরের অসমাপ্ত এই ইচ্ছা পূরণে এগিয়ে এসেছেন তার সহযোদ্ধা ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার হোসেন।
গত ৩ অক্টোবর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসিবুর রহমান। মৃত্যুর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর পরিকল্পনা করেছিলেন।
প্রয়াত সহযোদ্ধার সেই প্রতিশ্রুতি রক্ষায় শাহারিয়ার হোসেন বাংলা এডিশনকে জানান, ‘ছোট ভাই হাসিব বিশ্ববিদ্যালয় দিবসে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর ইচ্ছে পোষণ করেছিলো। কিন্তু ভাগ্য তাকে আর সেই সুযোগ দেয়নি। তার এই অপূর্ণ ইচ্ছেটা সহযোদ্ধা ও ভাই হিসেবে আমি তার পক্ষ থেকে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়াবো ইনশাআল্লাহ।’
রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, প্রয়াত হাসিবুর রহমান আসন্ন জবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের অন্যতম সম্ভাব্য প্রার্থী ছিলেন।