জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে নবীনদের বরণ
- আপলোড সময় : ১২:০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ২২৩ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে স্বাগত উপহার হিসেবে ক্রেস্ট, বই, জেলা কল্যাণের নামসংবলিত কলম ও স্কেল, ফুলের তোড়া এবং চকলেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাদবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি কে এম শাখাওয়াত হোসেন, জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রুমি, জাফর আহমেদ, শাহরিয়ার হোসেন, সফিকুল সবুজ, মাহবুব আলম এবং সখিপুর থানা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন।
এছাড়াও জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সৌরভ মৃধা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মাদবর বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শুধু বইয়ের জ্ঞান অর্জনের জন্য নয়; এটি মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার সময়। নেতৃত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধ তৈরি করার এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তোমরা নিজেদের যোগ্যতা ও সততার মাধ্যমে শরীয়তপুরের সুনাম আরও উজ্জ্বল করবে এই আমার প্রত্যাশা।”
বিশেষ অতিথি কে এম শাখাওয়াত হোসেন বলেন, “সিনিয়রদের প্রতি শ্রদ্ধা, সহপাঠীদের প্রতি সহযোগিতা এবং সংগঠনের প্রতি আন্তরিকতা এই তিনটি গুণ যদি ধরে রাখতে পারো, তাহলে বিশ্ববিদ্যালয় জীবনই তোমাকে নেতৃত্বের পথে এগিয়ে নেবে।”
সভাপতি সৌরভ মৃধা নবীনদের উদ্দেশে বলেন, “নবীনবরণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়,এটি আমাদের পারস্পরিক ভালোবাসা ও ঐক্যের প্রতীক। শরীয়তপুর জেলার প্রতিটি শিক্ষার্থী যেন একে অপরের পাশে থেকে বিশ্ববিদ্যালয় জীবনে এগিয়ে যেতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য।”
সাধারণ সম্পাদক মনির হোসাইন বলেন, “আমরা চাই নবীনরা শুধু পড়াশোনাতেই নয়, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতায়ও এগিয়ে থাকুক। এই শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ তাদের প্রতিটি পদক্ষেপে সহযোগিতা করবে।”