পিসিএল ২০২৫ হৃদয়ের ব্যাটে কাঁপলো সেনবাগের মাঠ- ফ্রিডম ২৪ কে হারালো জায়ান্ট ক্রিকেটার্স ৮ উইকেটে!
- আপলোড সময় : ১০:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ২৪৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জমজমাটভাবে চলছে বহুল প্রতীক্ষিত “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫”।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল ফ্রিডম-২৪ ও জায়ান্ট ক্রিকেটার্স।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফ্রিডম-২৪ শুরুটা ভালো করলেও দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খায়। তবে ব্যাট হাতে দেলোয়ার ও রনি দলের হাল ধরেন।
দেলোয়ার ঝড়ো ২৩ বলে ৫৮ রান, আর রনি ২৩ বলে ৬৮ রান করে দলকে শক্ত অবস্থানে নেন। তবুও বাজে ফিনিশিংয়ের কারণে নির্ধারিত ১২ ওভারে দলীয় সংগ্রহ থামে ১৮৭ রানে (৪ উইকেটে)।
১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে জায়ান্ট ক্রিকেটার্স শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করে। দলের ওপেনার হৃদয় একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
মাত্র ৩৩ বলেই ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ১১ বল হাতে রেখেই দলকে এনে দেন দুর্দান্ত জয়। ফলাফল — জায়ান্ট ক্রিকেটার্স ৮ উইকেটে জয়ী হয়ে ফাইনালের পথ আরও সহজ করে ফেলে।
ম্যাচ শেষে হৃদয়ের অসাধারণ ইনিংসের স্বীকৃতি হিসেবে তাকে দেয়া হয় “ম্যান অব দ্য ম্যাচ” পুরষ্কার। পুরষ্কারটি তুলে দেন সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের উদ্বোধক মোঃ ফখরুল ইসলাম টিপু এবং বিশেষ অতিথি সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ মনির আহমেদ জুলেট।
পুরো পিসিএল ২০২৫ জুড়ে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে, দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, টিভি ৯ বাংলা, বিডি পোস্টস.কম, চ্যানেল এ, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ, ক্রাইম রিপোর্ট ২৪.কম, দি জনতা নিউজ, আপডেট বিডি নিউজ ২৪ লাইভ ও বিএনএন।