ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মালিকের হুমকি — এই জায়গা ছাড়বো না

সিদ্ধিরগঞ্জে সরকারি যাত্রী ছাউনি দখল করে ট্রাক পার্কিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ৩২৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদানী নগর মাদ্রাসা সংলগ্ন এ সরকারি যাত্রী ছাউনি দখল করে দীর্ঘদিন ধরে একটি ট্রাক পার্কিং করে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয় যাত্রী ও পথচারীরা জানিয়েছেন, সরকারি অর্থায়নে নির্মিত ওই ছাউনিটি মূলত যাত্রীদের বসার ও বৃষ্টি-রোদ থেকে আশ্রয়ের জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল। কিন্তু এখন সেখানে নিয়মিত একটি ট্রাক দাঁড়িয়ে থাকে, ফলে যাত্রীদের বসার কোনো সুযোগ নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাউনিটির সামনের অংশ সম্পূর্ণভাবে ট্রাকটি দখল করে রাখায় যান চলাচলেও বিঘ্ন ঘটছে। কেউ প্রতিবাদ করতে গেলে ট্রাকের মালিক প্রকাশ্যে হুমকি দেন। তিনি দাবি করেন, “এই জায়গা আমি ছাড়বো না, জোর করে দখল করে রাখব।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, সরকারি স্থাপনা ব্যক্তিগত দখলে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। প্রতিদিন যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন, বিশেষ করে নারী ও বয়স্ক মানুষরা ছাউনির বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “আমরা দেখছি ট্রাকটা মাসের পর মাস একই জায়গায় দাঁড়িয়ে আছে। কেউ কিছু বলতে গেলে গালাগাল দেয়। কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না নেয়, তাহলে সরকারি সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় চলে যাবে।

এ বিষয়ে ট্রাক মালিকের সাথে কথা হলে তিনি বলেন আমার ট্রাক এখানেই থাকবে আমি ট্রাক সরাবো না পারলে কিছু করেন।

এলাকাবাসী ও স্থানীয় দোকানদারগণ সিদ্ধিরগঞ্জ থানার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন সরকারকে বিষয়টি জানালে দ্রুত সেখানে উপস্থিত হন ওই সময় সিমরাইল হাইওক্যাম্পের টিআই জুলহাস উদ্দিনকে তিনি বিষয়টি জানান, টি আই সাথে সাথে সার্জেন্ট মাহমুদুল কে ঘটনাস্থলে পাঠান এবং সার্জেন্ট মাহমুদুল রং পার্কিংয়ের কারণে ট্রাকটিকে একটি মামলা দিয়ে ডাম্পিং-এ পাঠিয়ে দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মালিকের হুমকি — এই জায়গা ছাড়বো না

সিদ্ধিরগঞ্জে সরকারি যাত্রী ছাউনি দখল করে ট্রাক পার্কিং

আপলোড সময় : ০৪:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদানী নগর মাদ্রাসা সংলগ্ন এ সরকারি যাত্রী ছাউনি দখল করে দীর্ঘদিন ধরে একটি ট্রাক পার্কিং করে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয় যাত্রী ও পথচারীরা জানিয়েছেন, সরকারি অর্থায়নে নির্মিত ওই ছাউনিটি মূলত যাত্রীদের বসার ও বৃষ্টি-রোদ থেকে আশ্রয়ের জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল। কিন্তু এখন সেখানে নিয়মিত একটি ট্রাক দাঁড়িয়ে থাকে, ফলে যাত্রীদের বসার কোনো সুযোগ নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাউনিটির সামনের অংশ সম্পূর্ণভাবে ট্রাকটি দখল করে রাখায় যান চলাচলেও বিঘ্ন ঘটছে। কেউ প্রতিবাদ করতে গেলে ট্রাকের মালিক প্রকাশ্যে হুমকি দেন। তিনি দাবি করেন, “এই জায়গা আমি ছাড়বো না, জোর করে দখল করে রাখব।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, সরকারি স্থাপনা ব্যক্তিগত দখলে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। প্রতিদিন যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন, বিশেষ করে নারী ও বয়স্ক মানুষরা ছাউনির বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “আমরা দেখছি ট্রাকটা মাসের পর মাস একই জায়গায় দাঁড়িয়ে আছে। কেউ কিছু বলতে গেলে গালাগাল দেয়। কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না নেয়, তাহলে সরকারি সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় চলে যাবে।

এ বিষয়ে ট্রাক মালিকের সাথে কথা হলে তিনি বলেন আমার ট্রাক এখানেই থাকবে আমি ট্রাক সরাবো না পারলে কিছু করেন।

এলাকাবাসী ও স্থানীয় দোকানদারগণ সিদ্ধিরগঞ্জ থানার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন সরকারকে বিষয়টি জানালে দ্রুত সেখানে উপস্থিত হন ওই সময় সিমরাইল হাইওক্যাম্পের টিআই জুলহাস উদ্দিনকে তিনি বিষয়টি জানান, টি আই সাথে সাথে সার্জেন্ট মাহমুদুল কে ঘটনাস্থলে পাঠান এবং সার্জেন্ট মাহমুদুল রং পার্কিংয়ের কারণে ট্রাকটিকে একটি মামলা দিয়ে ডাম্পিং-এ পাঠিয়ে দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন