ঈদে তরুণ নির্মাতা সেলিম খানের ৭ নাটক
- আপলোড সময় : ১০:১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ৪৬৬ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে একটি দুটি নয় সাতটি নাটক নিয়ে দর্শকদের মাঝে হাজির হয়েছেন তরুন নির্মাতা মোঃ সেলিম খান। দর্শকদের বাড়তি আনন্দ দিতে তার এই প্রচেষ্টা।
সাতটি বিনোদন ধর্মী নাটকের মধ্যে তিনটি রচনা করেছেন হিরোন সোহেল নাটকগুলো হচ্ছে বন্ধু তোমায় এখনো খুজি, বাবার পেনশনের টাকা, বখাটের প্রেম। এবং বাকি ৪টি নাটক রচনা করেছেন মাহমুদা ইসলাম মিশু ও জান্নাত আরা রোজ নাটকগুলো হচ্ছে তোমাকে দেখার পরে, ঝালমুড়িওয়ালি যখন ক্রাশ এবং প্যারায় আছে প্যয়ার আলি, ক্রেজি লাভার।
এ প্রসঙ্গে নির্মাতা ও প্রযোজক মোঃ সেলিম খান জানিয়েছেন, নাটকগুলো ঈদের দিন থেকে শুরু করে ৬ষ্ঠ দিন পর্যন্ত জি টিভি, আর টিভি, একুশে টিভি, বৈশাখী টিভিতে প্রচারিত হবে। ঈদে দর্শকদের একটু বারতি আনন্দ দিতে চাই সেই ভাবনা থেকেই নাটকগুলো তৈরি করেছি। আশা করি, দর্শক নাটকগুলো উপভোগ করবেন। আর তারা আনন্দ পেলেই আমাদের পরিশ্রম সফল হবে।
নাটকগুলোতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যোবান, পড়শী, মিশু, তন্ময় সোহেল, ইমরান আযান, হিরোন সোহেল, মানষি প্রকৃতি, মৌসুমি হামিদ, হিমি, সুমাইয়া মির্জা, হান্নান সেলি প্রমুখ।