সাড়া ফেলেছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’
- আপলোড সময় : ০৯:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
ভারতে মুক্তি পেয়েছে গত ২রা জুন জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ । সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের নির্মাতা কৌশিক গাঙ্গুলি। এই সিনেমায় প্রাক্তন ও বর্তমান সম্পর্কের নানান টানাপোড়েনের গল্প তুলে নিয়ে এসেছেন নির্মাতা। সিনেমাটি মুক্তির পর থেকেই হিট করেছে বক্স অফিস। প্রথম ১০ দিনেই সিনেমাটি আয় করেছে প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকারও বেশি।
‘অর্ধাঙ্গিনী’ সিনেমা নিয়ে কোন প্রত্যাশা ছিলোনা টলি বক্স অফিসের এমনটা প্রকাশ পেয়েছে তাদের করা একটি টুইট থেকে। টলি বক্স অফিস এর করা একটি টুইটে জানায়,আমরা অনেক সময় অনেক সিনেমা নিয়ে কোন প্রত্যাশা করিনা। কিন্তু দেখা যায় প্রত্যাশা না করা সেই সিনেমাটিই হিট হয়। বক্স অফিসে সাড়া ফেলে দেয়। গত বছর ‘দোস্তজি’ আর চলতি বছরে ‘অর্ধাঙ্গিনী’। সংখ্যায় কম হল পেয়েও এ-পর্যন্ত অর্ধাঙ্গিনী আয় করেছে প্রা ১ কোটি ৫০ লাখ রুপি।
‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি নির্মাতা কৌশিক গাঙ্গুলির পরিচালনায় জয়া আহসানের অভিনীত তৃতীয় সিনেমা। এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ নামে দুটি সিনেমায় কৌশিক গাঙ্গুলির পরিচালনায় কাজ করেছিলেন এই অভিনেত্রী। অর্ধাঙ্গিনীতে জয়া আহসানের সাথে আরও রয়েছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলীর মত গুণী প্রতিভাবান তারকা সব শিল্পীরা। সিনেমাটি শুটিং কার্যক্রম সম্পন্ন করা হয় ২০১৯ সালে। দীর্ঘ চার বছর অপেক্ষার পর সিনেমাটি চলতি মাসে মুক্তি পায়।