‘শ্যাম বাজারে’ হিরো আলম
- আপলোড সময় : ১১:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ৪৮৩ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলমের বেশ কিছু নতুন লুকের ছবি ভাইরাল হয়েছে। ছবি গুলো নেটিজেনদের বেশ আকর্ষিত করেছে। ধুতি পাঞ্জাবি পরা এই ছবিটি বেশ সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। তার সাথে দেখা গিয়েছে গ্রামীণ স্টাইলে শাড়ি পরা হিন্দু নারীর বেশে মডেল রিয়া মনিকে। খোজ নিলে জানা যায় যায়, এই ছবি গুলো হিরো আলমের নতুন সিনেমা ‘শ্যাম বাজার’ এর।এই সিনেমাটি পরিচালনা করছে আকাশ আচার্য্য।এর কাহিনি বিন্যাস ও সংলাপ লিখেছেন বাবুল রেজা।এস,পি,পিকচার্স প্রযোজিত ও পরিবেশিত আধিপত্য লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমা, এমনটাই জানালেন হিরো আলম ।
হিরো আলম বলেন, আমি সামাজিক গল্প নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি।আর এই গল্পটিও সামাজিক। আমার গল্প বেশ পছন্দ হয়েছে তাই আমার প্রযোজনার বাইরে গিয়ে এই শ্যাম বাজার সিনেমায় অভিনয় করছি। বেশ কিছুদিন ধ্রেই এই সিনেমার শুটিং করছি অভিনেতা ,প্রযোজক ডিপজল ভাইয়ের বাসায়।
এই সিনেমায় হিরো আলম ও রিয়া মনি ছাড়াও আরও রয়েছেন, সোমাকাশ,তনু পান্ডে, ইভা, রিপন গাজি, হিমু, চমক তারা প্রমুখ ।