ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশের প্রেক্ষাগৃহে চলছে ‘ফুলজান’

তন্ময় (নিজস্ব প্রতিবেদক)
তন্ময় (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৬:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • / ৪১২ বার পড়া হয়েছে

আজ ১৬ জুন (শুক্রবার) দেশব্যাপি মুক্তি পেয়েছে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ফুলজান। আমিনুল ইসলাম বাচ্চু’র পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত, সনি রহমান, রিয়াদ রায়হান, জেসমিন জারা, লিটন খন্দকার প্রমুখ। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনার পাশাপাশি নির্মাতা আমিনুল ইসলাম বাচ্চু নিজেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

আজ সারাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ফুলজান’ সিনেমা। গ্রামীণ গল্পের এই সিনেমায় অভিনয় করেছেন মিষ্টি জান্নাত, রিয়াদ রায়হান, সনি রহমান, জেসমিন জারা, লিটন খন্দকার প্রমুখ। এই সিনেমাটি পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনাও করেছেন এই নির্মাতা। এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্র নির্মাতা আমিনুল ইসলাম বাচ্চুকে অভিনয় করতেও দেখা যাবে।

এটুএস মাল্টিমিডিয়া প্রযোজিত , দ্যা অভি কথাচিত্রের পরিবেশনায় ‘ফুলজান’ সিনেমাটি সারাদেশের ১৫টি সিনেমাহলে মুক্তি পেয়েছে। তারমধ্যে রয়েছে, আজাদ (ঢাকা), বিজিবি (সিলেট), মমতা (মাধবদি), নিউ গুলশান (জিঞ্জিরা),তিতাস (পটুয়াখালী), সোনালী (টেকের হাট), বনলতা (ফরিদপুর), রাজমনি (মোলাডুবি), তাজ (নওগাঁ), পূরবী (ময়মনসিং), আনন্দ (কুলিয়ারচর), মোহন (হবিগঞ্জ), সোনালী (ঈশ্বরগঞ্জ), আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর), সোনালী (ঘোড়াঘাট)।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সারাদেশের প্রেক্ষাগৃহে চলছে ‘ফুলজান’

আপলোড সময় : ০৬:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

আজ ১৬ জুন (শুক্রবার) দেশব্যাপি মুক্তি পেয়েছে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ফুলজান। আমিনুল ইসলাম বাচ্চু’র পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত, সনি রহমান, রিয়াদ রায়হান, জেসমিন জারা, লিটন খন্দকার প্রমুখ। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনার পাশাপাশি নির্মাতা আমিনুল ইসলাম বাচ্চু নিজেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

আজ সারাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ফুলজান’ সিনেমা। গ্রামীণ গল্পের এই সিনেমায় অভিনয় করেছেন মিষ্টি জান্নাত, রিয়াদ রায়হান, সনি রহমান, জেসমিন জারা, লিটন খন্দকার প্রমুখ। এই সিনেমাটি পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনাও করেছেন এই নির্মাতা। এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্র নির্মাতা আমিনুল ইসলাম বাচ্চুকে অভিনয় করতেও দেখা যাবে।

এটুএস মাল্টিমিডিয়া প্রযোজিত , দ্যা অভি কথাচিত্রের পরিবেশনায় ‘ফুলজান’ সিনেমাটি সারাদেশের ১৫টি সিনেমাহলে মুক্তি পেয়েছে। তারমধ্যে রয়েছে, আজাদ (ঢাকা), বিজিবি (সিলেট), মমতা (মাধবদি), নিউ গুলশান (জিঞ্জিরা),তিতাস (পটুয়াখালী), সোনালী (টেকের হাট), বনলতা (ফরিদপুর), রাজমনি (মোলাডুবি), তাজ (নওগাঁ), পূরবী (ময়মনসিং), আনন্দ (কুলিয়ারচর), মোহন (হবিগঞ্জ), সোনালী (ঈশ্বরগঞ্জ), আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর), সোনালী (ঘোড়াঘাট)।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন