আমি তোমার এই সব প্রেমিকার মতো নই: পরীমনি
- আপলোড সময় : ০৭:৪২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ৪১৭ বার পড়া হয়েছে
পরীমনি রাগ,অভিমান, সুখ কিংবা দুঃখ—সব রকম অনুভূতির বহিঃপ্রকাশ করে ফেলেন বেশ স্পষ্ট ভাবেই। এখন তিনি স্বামী শরিফুল রাজের থেকে আলদা থাকছেন। নেপথ্যে স্বামীর ফোন থেকে ফাঁস হওয়া তিন নায়িকার ভিডিও। কিছু দিন আগে ছেলের দশ মাস পূর্ণ হওয়ার আনন্দে পরীর পাশে বসে রাজ্যকে নিয়ে কেক কেটেছেন রাজ। অনেকেই ভেবেছিলেন, মিটমাট হবে দম্পতির। তবে সে জল্পনা উড়িয়ে পরীমনি জানান, বনিবনা সম্ভব নয়। এই ঘটনার দু’সপ্তাহ কাটতে না কাটতেই নতুন মন্তব্য। পরীমনি নিজের ফেসবুকে লেখেন, ‘‘আমি তোমার ওই সব প্রেমিকাদের মতো নই যে, চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়। ’’
পরীমনি নিজের ফেসবুকে বেশ কিছু ছবি দেন। সাদা শাড়িতে সজ্জিতা অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘‘এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে…। যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি।”
শেষে পরীমনির সংযোজন, ‘‘হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রেমিকাদের মতো নই যে, চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়। ’’ তা হলে কি স্বামী রাজের উদ্দেশেই এই পোস্ট?