ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘নগরের যাদুকর’ গাইলেন রাবেয়া সেতু

তন্ময় (নিজস্ব প্রতিবেদক)
তন্ময় (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / ৪১৪ বার পড়া হয়েছে

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে ঈদ উপলক্ষে বিডি২৯ মাল্টিমাডিয়া ইউটিউব চ্যানেলে শুক্রবার (২৩ জুন) বিকাল ৫ টায় প্রকাশ পেল মিউজিক ভিডিও ‘নগরের যাদুকর’। জনপ্রিয় প্রবাসী গীতিকার জসিম উদ্দিন আকাশ এর কথায়, শওকত আলী ইমনের সুর ও সঙ্গীত আয়োজনে গানটিতে কন্ঠ দিয়েছেন রিয়েলিটি শো বাংলার গায়েন খ্যাত রাবেয়া সেতু।মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সময়ের সম্ভাবনাময় মডেল নিপুন রাজ ও প্রিয়া অনন্যা নওরিন। প্রিন্স খানের কোরিওগ্রাফিতে গানটি নির্মান করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।

‘নগরের যাদুকর’ গান নিয়ে কাতার প্রবাসী গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন, শত ব্যস্ততার মধ্যেও গান লিখি গানের প্রতি ভালো লাগা ও ভালোবাসা থেকে। আমি সাধারণত ভিন্নধর্মী গান বেশি লিখে থাকি, তবে ঈদ উপলক্ষে রোমান্টিক ঘারানার উৎসব মুখোর কিছু লেখার চেষ্টা করেছি। আশাকরি দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে’।

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, গীতিকার জসিম উদ্দিন আকাশের লেখা ‘নগরের যাদুকর’ গানটি অসধারণ। রাবেয়া সেতু’র গায়কিতে মডেল নিপুণ রাজ ও প্রিয়া’র রসায়নটা ভালো ছিলো। আশা করছি দর্শকের মধ্যে ‘নগরের যাদুকর’ গানটি সাড়া ফেলবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘নগরের যাদুকর’ গাইলেন রাবেয়া সেতু

আপলোড সময় : ০৯:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে ঈদ উপলক্ষে বিডি২৯ মাল্টিমাডিয়া ইউটিউব চ্যানেলে শুক্রবার (২৩ জুন) বিকাল ৫ টায় প্রকাশ পেল মিউজিক ভিডিও ‘নগরের যাদুকর’। জনপ্রিয় প্রবাসী গীতিকার জসিম উদ্দিন আকাশ এর কথায়, শওকত আলী ইমনের সুর ও সঙ্গীত আয়োজনে গানটিতে কন্ঠ দিয়েছেন রিয়েলিটি শো বাংলার গায়েন খ্যাত রাবেয়া সেতু।মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সময়ের সম্ভাবনাময় মডেল নিপুন রাজ ও প্রিয়া অনন্যা নওরিন। প্রিন্স খানের কোরিওগ্রাফিতে গানটি নির্মান করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।

‘নগরের যাদুকর’ গান নিয়ে কাতার প্রবাসী গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন, শত ব্যস্ততার মধ্যেও গান লিখি গানের প্রতি ভালো লাগা ও ভালোবাসা থেকে। আমি সাধারণত ভিন্নধর্মী গান বেশি লিখে থাকি, তবে ঈদ উপলক্ষে রোমান্টিক ঘারানার উৎসব মুখোর কিছু লেখার চেষ্টা করেছি। আশাকরি দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে’।

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, গীতিকার জসিম উদ্দিন আকাশের লেখা ‘নগরের যাদুকর’ গানটি অসধারণ। রাবেয়া সেতু’র গায়কিতে মডেল নিপুণ রাজ ও প্রিয়া’র রসায়নটা ভালো ছিলো। আশা করছি দর্শকের মধ্যে ‘নগরের যাদুকর’ গানটি সাড়া ফেলবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন