ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আনোয়ার-সুস্মিতা’র ‘প্রবাসী হিপহপ বউ’

তন্ময় (নিজস্ব প্রতিবেদক)
তন্ময় (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ১১:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • / ৪০১ বার পড়া হয়েছে

একটি পরিবারের সব কিছু দেখাশুনার দায়িত্ব থাকে একজন কর্তা ব্যক্তির উপর। সে হয়তো একজন স্বামী, বাবা, নয়তো সংসারের বড় ছেলে। যখন সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়। শত চেষ্টা করেও তার বুদ্ধি, অতি সরলতার কারনে বারবার প্রতারণার স্বীকার হতে হয়। তখন সংসারের হাল ধরেন একজন নারী। তিনি হয়ে যান পরিবারের কর্তা। তার ইশারায় চলে পরিবার। তার অনেক অন্যায় দেখে চুপ করে সায় দেয়া ছাড়া কিছুই করার থাকে না পরিবারের অন্য সদস্যের। চরিত্র দুটির পর্দা নাম মকবুল ও চমক। স্বামী মকবুল যখন বিজনেসে লস খেয়ে সংসারের হাল ধরতে ব্যর্থ, তখন পরিবারের হাল ধরতে বিদেশ পাড়ি জমান স্ত্রী চমক। একজন নারী বিদেশে কর্মক্ষেত্র সহজ বিষয় নয়। অনেক কিছু মোকাবেলা করে এগোতে হয় তাকে। বিদেশ থেকে ২ মাসের ছুটিতে যখন গ্রামে আসেন চমক। তখন তিনি মর্ডান মেয়ে হয়ে ফিরে আসেন। চলাফেরা শুরু করেন সেভাবেই। যা তার শ্বশুর-শাশুড়ী এবং গ্রামের লোকজনের কাছে অপছন্দের। এমনই দুই চরিত্র নিয়ে এই ঈদে হাজির হচ্ছেন আনোয়ার হোসেন ও সুস্মিতা সিনহা।

দুই জনপ্রিয় মুখকে নিয়ে ‘প্রবাসী হিপহপ বউ’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মাহফুজ ইসলাম । এর গল্প ও চিত্রনাট্য নির্মাতারই লেখা।

মাহফুজ জানান, গল্পটি আমাদের সমাজের চিত্রকে ফুটিয়ে তুলবে। এই গল্পটি সমাজকে বার্তা দিবে।সবাইকে চোখে আংগুল দিয়ে বুঝিয়ে দিবে, সংসার পরিচালনা করতে গেলে পুরুষদের পুরুষত্ব নিয়ে সংসার পরিচালনা করতে হয়। একজন পুরুষের পুরুষত্ব হলো তার উপার্জনের টাকা, যে টাকা দিয়ে পরিবারের সবার ভরনপোষণের দায়িত্ব নিবে। আশা করছি নাটকটি দেখে অনেক কিছু শিখবে দর্শকেরা, তেমনি ভেতর থেকে অনুভব করবেন।

অভিনেতা আনোয়ার জানান, আমার চরিত্রটি আমি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছি। সমাজের এমন অনেক পুরুষ আছেন। নাটকটি দেখে অনেক কিছুর প্রশ্নের উত্তর পাবে। সামনে আরো এরকম শিক্ষনীয় গল্প নিয়ে হাজির হবো। এই ঈদে আমার ডজনখানেক নাটক মুক্তি পাবে বিভিন্ন চ্যানেলে। আশা করি সবাই দেখবেন।

জানা গেছে, সাউন্ড ভিশন ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘প্রবাসী হিপহপ বউ’ নাটকটি। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আনোয়ার হোসেন, সুস্মিতা সিনহা, মুকিত জাকারিয়া,অনুভব মাহাবুব, সীমান্ত আহমেদ, রকি খান, জেরিন খান রত্না, ফারগানা মিল্টন প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন শরীফুল আলম সনেট। সম্পাদনা করেছেন ফখরুল ইসলাম। নাটকটির আবহ সংগীত করেছেন এসময়ের আলোচিত মিউজিক কম্পোজার সজিব দাস।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ার-সুস্মিতা’র ‘প্রবাসী হিপহপ বউ’

আপলোড সময় : ১১:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

একটি পরিবারের সব কিছু দেখাশুনার দায়িত্ব থাকে একজন কর্তা ব্যক্তির উপর। সে হয়তো একজন স্বামী, বাবা, নয়তো সংসারের বড় ছেলে। যখন সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়। শত চেষ্টা করেও তার বুদ্ধি, অতি সরলতার কারনে বারবার প্রতারণার স্বীকার হতে হয়। তখন সংসারের হাল ধরেন একজন নারী। তিনি হয়ে যান পরিবারের কর্তা। তার ইশারায় চলে পরিবার। তার অনেক অন্যায় দেখে চুপ করে সায় দেয়া ছাড়া কিছুই করার থাকে না পরিবারের অন্য সদস্যের। চরিত্র দুটির পর্দা নাম মকবুল ও চমক। স্বামী মকবুল যখন বিজনেসে লস খেয়ে সংসারের হাল ধরতে ব্যর্থ, তখন পরিবারের হাল ধরতে বিদেশ পাড়ি জমান স্ত্রী চমক। একজন নারী বিদেশে কর্মক্ষেত্র সহজ বিষয় নয়। অনেক কিছু মোকাবেলা করে এগোতে হয় তাকে। বিদেশ থেকে ২ মাসের ছুটিতে যখন গ্রামে আসেন চমক। তখন তিনি মর্ডান মেয়ে হয়ে ফিরে আসেন। চলাফেরা শুরু করেন সেভাবেই। যা তার শ্বশুর-শাশুড়ী এবং গ্রামের লোকজনের কাছে অপছন্দের। এমনই দুই চরিত্র নিয়ে এই ঈদে হাজির হচ্ছেন আনোয়ার হোসেন ও সুস্মিতা সিনহা।

দুই জনপ্রিয় মুখকে নিয়ে ‘প্রবাসী হিপহপ বউ’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মাহফুজ ইসলাম । এর গল্প ও চিত্রনাট্য নির্মাতারই লেখা।

মাহফুজ জানান, গল্পটি আমাদের সমাজের চিত্রকে ফুটিয়ে তুলবে। এই গল্পটি সমাজকে বার্তা দিবে।সবাইকে চোখে আংগুল দিয়ে বুঝিয়ে দিবে, সংসার পরিচালনা করতে গেলে পুরুষদের পুরুষত্ব নিয়ে সংসার পরিচালনা করতে হয়। একজন পুরুষের পুরুষত্ব হলো তার উপার্জনের টাকা, যে টাকা দিয়ে পরিবারের সবার ভরনপোষণের দায়িত্ব নিবে। আশা করছি নাটকটি দেখে অনেক কিছু শিখবে দর্শকেরা, তেমনি ভেতর থেকে অনুভব করবেন।

অভিনেতা আনোয়ার জানান, আমার চরিত্রটি আমি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছি। সমাজের এমন অনেক পুরুষ আছেন। নাটকটি দেখে অনেক কিছুর প্রশ্নের উত্তর পাবে। সামনে আরো এরকম শিক্ষনীয় গল্প নিয়ে হাজির হবো। এই ঈদে আমার ডজনখানেক নাটক মুক্তি পাবে বিভিন্ন চ্যানেলে। আশা করি সবাই দেখবেন।

জানা গেছে, সাউন্ড ভিশন ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘প্রবাসী হিপহপ বউ’ নাটকটি। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আনোয়ার হোসেন, সুস্মিতা সিনহা, মুকিত জাকারিয়া,অনুভব মাহাবুব, সীমান্ত আহমেদ, রকি খান, জেরিন খান রত্না, ফারগানা মিল্টন প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন শরীফুল আলম সনেট। সম্পাদনা করেছেন ফখরুল ইসলাম। নাটকটির আবহ সংগীত করেছেন এসময়ের আলোচিত মিউজিক কম্পোজার সজিব দাস।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন