কয়েলের আগুনে পুরে নিঃস্ব ৭ পরিবার
- আপলোড সময় : ০৯:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ৩৯৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের খানসামা উপজেলায় কয়েলের আগুনে ৭টি পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র,কাপড়চোপড় সহ,গরু ৫ ছাগল ৭ পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার খামারপাড়া ইউপির গারপাড়া গ্রামের পুবপাড়ায় রামনগর মাদ্রাসা সংলগ্ন ফজলুর রহমানের গোয়ালঘরে কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় কাছে খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকার ফজলুর রহমানের গোয়ালঘরে কয়েলের আগুনের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়লে তার বাড়ি দিয়ে শুরু করে পার্শ্ববর্তী বাড়ি আইনুল ইসলাম, আনোয়ার রহমান, মজনু রহমান, ফয়মদ্দিন ও এনছান আলী সহ ৭ জনের বাড়ি পুড়ে যায়। এতে তাদের আসবাবপত্র, গবাদিপশু, কাপড়চোপড়ও পুড়ে ছাই হয়ে যায়। তাদের পরিহিত কাপড় ছাড়া আর কোনো কিছু রক্ষা করা সম্ভব হয়নি। এরপর থেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন দরিদ্র ওই পরিবারগুলো।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও মো. তাজ উদ্দিন, এসিল্যান্ড মারুফ হাসান ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, ইউপি সদস্য আবুল হোসেন প্রমুখ।
এ বিষয়ে ইউএনও মো. তাজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিম্ন আয়ের মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করে তাদের মাঝে আর্থিক সহায়তা ও বস্ত্র প্রদান করা হয়েছে। পরে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় পরিবারগুলো যাতে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে না হয় এজন্য ঘর তৈরির জন্য টিন প্রদান করা হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য এলাকার বিত্তবান মানুষদের প্রতি অনুরোধ জানান তিনি।