শিরোনাম :
আড়াইহাজারে প্রতিবন্ধী কিশোর নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০৫:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৭৩৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সৌরভ (১৭) নামের এক প্রতিবন্ধী কিশোর এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। সে গত ৮ সেপ্টেম্বর বিকেল ৪ টায় তার মায়ের সঙ্গে আড়াইহাজার থেকে ঢাকা যাওয়ার পথে ভুলতা গাউছিয়া এলাকা থেকে নিখোঁজ হয় বলে তার পরিবার থেকে জানানো হয়।
সৌরভের চাচা উপজেলার নারান্দী গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া জানান, সৌরভ তার ভাই ফুলমিয়ার ছেলে। সে বুদ্ধি প্রতিবন্ধী। ৮ সেপ্টেম্বর বিকেলে সে তার মায়ের সঙ্গে ঢাকা যাওয়ার পথে নিখোঁজ হলে আর তার সন্ধান মিলেনি। তিনি হৃদয়বান ব্যাক্তিদের প্রতি তার ভাতিজা সৌরভের সন্ধান পেলে ০১৬৩১৩১৯৫৫১- এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।