নোয়াখালীর বেগমগঞ্জে শারদীয় দুর্গোৎসব- ২০২৩ উদযাপন উপলক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৮:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ৫০৫ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গোৎসব- ২০২৩ উদযাপন উপলক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ অক্টোবর ) বিকেলে নোয়াখালীর চৌমুহনী পৌর অডিটরিয়ামে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গোৎসব- ২০২৩ উদ্যাপন উপলক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, দেওয়ান মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ আসনের সাংসদ মোঃ মামুনুর রশিদ কিরন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম, পিপিএম (বার), বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এ.বি.এম জাফর উল্লাহ চৌমুহনী পৌরসভার মেয়র মোঃ খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুর হোসেন মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল ) মো. নাজমুল হাসান রাজিব, নোয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট পাপ্পু সাহা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার সকল দুর্গাপূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, সকল মণ্ডপের কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।