ডেমরায় পুলিশের অভিযানে গ্রেফতার বিএনপির ১৮ নেতাকর্মী কারাগারে
- আপলোড সময় : ০৪:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৪৩৭ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে গ্রেফতার বিএনপির ১৮ নেতাকর্মীকে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার রাতে ডেমরার বিভিন্ন এলাকা গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ডেমরা থানায় দায়ের করা বিভিন্ন মামলায় তাদের আসামি করে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মো. রুবেল (২৫), মো. বাবুল (২৪), মো. হাফেজ মীর (৩৫), মো. রুবেল মিয়া (৩৩), রিয়াদ মিয়া (২৩), মো. আক্তার হোসেন (৩৭), মো. নাজমুল হক (৬৫), জহিরুল ইসলাম (৫১), মেহেদী হাসান (২২), দেলোয়ার হোসেন (৩৭), আলমগীর হোসেন (৪৬), সিরাজুল ইসলাম বাবু (৩৮), মো. আল—আমিন (২৯), হাফেজ বজলুর রহমান (৪২), রাসেল (৩৩), মিন্টু খাঁন (৩৪), কামাল হোসেন (৬০) ও মো.আলমগীর হোসেন (৪৩)।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিসহ সরকার বিরোধী নানা কর্মকান্ড ঘটনানোর অপরাধে ডেমরা থানায় দায়ের করা ৩ টি মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।