সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল
- আপলোড সময় : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে ডাকা বিএনপি-জামায়াত জোটের ৪৮ ঘন্টা হরতালের বিরুদ্ধে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়ার নেতৃত্বে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, জেলা কৃষকলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হেকিম, থানা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী মো: সুমন কাজী, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী জহিরুল হক, কৃষকলীগ নেতা নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক, নাসিক ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ২ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি কামরুল ইসলাম, যুবলীগ নেতা সেলিম মাহমুদ, যুব মহিলালীগ নেতা চম্পা, ফাতেমাসহ প্রমূখ।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়ার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণাকে জনগণ স্বাগত জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে একেএম শামীম ওসমানের নেতৃত্বে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কঠোর হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা দমন করবে।
তিনি বলেন, জননেতা একেএম শামীম ওসমানের আহ্বানে সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করছেন। রাজপথে থেকে দেশ বিরোধীদের অবরোধ নৈরাজ্য মোকাবিলা করতে নেতাকর্মীদেরকে নিয়ে আমরা প্রস্তুত।