সোনারগাঁয়ে ভোট চেয়ে অবৈধ গ্যাস সংযোগের মহা উৎসব
- আপলোড সময় : ১২:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ৪৩৬ বার পড়া হয়েছে
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্বাচনের ভোট দেওয়ার অঙ্গীকার নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক কমিশনার শাহজালাল ও মেম্বার মোশারফ হোসেনের বিরুদ্ধে ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু সুবিধাভোগী রাজনৈতিক বিদ রাজনীতিকে পুঁজি করে অবৈধভাবে টাকার পাহাড় গড়ে তুলছে। নির্বাচনকে পুঁজি করে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার নাম
করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কিছু সুবিধাভোগী জনপ্রতিনিধিদের বিরুদ্ধে।
এমনই অভিযোগ উঠেছে সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ভবনাথপুর ও রতন পুর গ্রামের মেম্বার মোশারফ এর বিরুদ্ধে। এলাকাবাসী জানান, ভোটারদেরকে গ্যাস দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি নেয় ও চুলাপতি দুই থেকে তিন হাজার টাকা করে সংগ্রহ করা হচ্ছে বলে জানা যায়। প্রায় ২ গ্রামে তিন হাজার ভোটার দের কাছ থেকে অবৈধ গ্যাস দেওয়ার নাম করে টাকা উত্তোলনের মহা উৎসব চলছে বলে জানা যায়।
এমনই আরেকটি অভিযোগ উঠেছে সোনারগাঁ পৌরসভা সাবেক কমিশনার শাহজালালের বিরুদ্ধে।
গত ২৩ শে ডিসেম্বর বিকেলে সোনারগাঁও পৌরসভার সাবেক কমিশনার শাহজালাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার নাম করে অনৈতিকভাবে ভোটারদের কাছে নির্দিষ্ট মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার ও লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলে যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ প্রতিবাদ করায় সাবেক কমিশনার ও তার লোকজন মিলে তার উপর হামলা চালায় পরে দুই পক্ষ সংঘর্ষে ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রবিবার সকালে ফিফটি ফোর মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।