কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে মানি লন্ডারিং মামলার আসামীর মৃত্যু
- আপলোড সময় : ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ৯৯৬ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানি লন্ডারিং মামলায় মো: ফজলুর করিম (৭০) নামে এক হাজতি মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত ফজলুর করিম কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার নওগাঁ গ্রামের ওয়াজী উল্লাহ ছেলে।
কারাগারে সূত্রে জানা যায়, উক্ত বন্দী গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার কয়েদি নম্বর ১২৭১
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।